বিবারের জরিমানা

গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় জরিমানা গুণতে হয়েছে কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারকে।বিবার
শনিবার নিজের কালো মার্সিডিজ ওয়াগন চালাচ্ছিলেন তিনি। সেসময় ফোনে কথা বলার সময় পুলিশের নজরে পড়েন এই শিল্পী। তার গাড়ি থামিয়ে জরিমানা করেন পুলিশ। বিবারও কিছু না বলে জরিমানা দিয়ে দেন।
এর আগেও একবার গতিসীমা লঙ্ঘন করায় আটক হতে হয়েছিলন তাকে। ২০১৫ সালে বেভারলি হিলসে গতিসীমা ২৫ মাইলের বেশি বেগে গাড়ি চালিয়েছিলেন তিনি। ফলে পুলিশ গাড়ি থামিয়ে তাকে আটক করে।
এবার গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করায় ১৬২ ডলার জরিমানা করা হয়। অস্ট্রেলিয়া সফর শেষে মাত্রই যুক্তরাষ্ট্রে ফিরেছেন তিনি। ২৯ জুলাই আবার সফর শুরু করবেন বিবার।
উল্লেখ্য, ২০১৪ সালেও ট্রাফিক আইন না মানার অভিযোগ এসেছিল বিবারের বিরুদ্ধে। তখন তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।  
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
/এমএইচ/এম/