গাঁটছড়া বাঁধলেন সভ্যতা-সামিউল

২৭ জুলাই রাতে বর-কনে সাজে সভ্যতা ও সামিউলদু’জনার পরিচয় সংগীতের সূত্র ধরেই। একজন সংগীতশিল্পী অন্যজন ড্রামার। তাদের বন্ধুত্ব এবং প্রেমের সফল পরিণতি ঘটলো বিয়ে বন্ধনের মধ্য দিয়ে। ২৭ জুলাই পারিবারিকভাবে গাঁটছড়া বাঁধেন কারিশমা সানু সভ্যতা এবং সামিউল ওয়াহিদ।

শুক্রবার (২৮ জুলাই) সকালে সভ্যতার বড় বোন অভিনেত্রী স্বাগতা বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার রাতে তাদের মগবাজারের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সভ্যতা-সামিউলের গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আর আজ (২৮ জুলাই) দুপুরে শান্তিনগর হোয়াইট হাউজ সেন্টারে হচ্ছে বৌভাতের আনুষ্ঠানিকতা।

প্রসঙ্গত, সভ্যতা নিজের কথা-সুর-কণ্ঠ স্বকীয়তায় নিজস্ব একটি পরিচিতি তৈরি করেছেন নাগরিক সংগীত সোসাইটিতে। অন্যদিকে সামিউল ওয়াহিদ উদীয়মান ড্রামার হিসেবে বেশ পরিচিত। ব্যান্ড মেটাল মেইজ, ব্ল্যাক ছাড়াও তিনি সভ্যতার সঙ্গে কাজ করছেন অনেক সময় ধরে।

সভ্যতা-সামিউলের গান ‘এখানে পথ আমার’:



/এমএম/