নাটক নির্মাণে নুহাশ হ‌ুমায়ূন

নুহাশ হ‌ুমায়ূনবাবা হ‌ুমায়ূন আহমেদ, এক ঝটকায় বদলে দিয়েছিলেন টিভি নাটকের মত-পথ। এবার পুত্র নুহাশ হ‌ুমায়ূন আসছেন সেই পথ ধরেই। সোজা ভাষায়, নির্মাণে আসছেন দেশের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক-নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের বড় ছেলে নুহাশ।

যা আসছে কোরবানির ঈদের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে- সেটা আগাম অনুমান করা হচ্ছে। তার ওপর নুহাশের সঙ্গে এই প্রকল্পের আশ্রয়স্থল হিসেবে থাকছেন নির্মাতা অমিতাভ রেজা।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নুহাশ নিজেই। তিনি বললেন, ‘এটা (নির্মাণ) আমার ভালোলাগা। অনেক আগে থেকেই ভাবতাম বিষয়টি নিয়ে। এবার তাই পরিচালনায় আসছি।’
তবে অনেকেই হয়তো এতক্ষণে ধরে নিয়েছেন- বাবার কোনও গল্প-উপন্যাসকে পুঁজি করেই পুত্রের অভিষেক ঘটছে! না, তেমনটি মোটেও নয়। নাটকের গল্প নির্বাচনে বাবার পাণ্ডুলিপিতে হাত দেননি নুহাশ। নিজেই লিখেছেন এর গল্প। জানান, ঈদের একটি সিরিজ প্রজেক্টে তার নাটকটি প্রচার হবে। যেমনটা হয়েছিল গেল ঈদের ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’।
হ‌ুমায়ূন আহমেদ ও নুহাশ (ডানে)এদিকে নাটকটি প্রসঙ্গে আরও বিস্তারিত জানতে কথা হয় এই প্রজেক্টের প্রধান অমিতাভ রেজার সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নুহাশের কাজটির নাম এবং চরিত্রগুলো কে কে করছেন- সেটি এখনও চূড়ান্ত হয়নি। চমক থাকছে তবে আরও দু’দিন সময় লাগবে। আর সব ঠিক থাকলে ৮-৯ আগস্টের দিকে শুটিংয়ে নেমে পড়বেন নুহাশ।’  
/এম/এমএম/