নওয়াজের ছবির ৪৮ দৃশ্য-সংলাপ বাদ!

 

‘বাবুমশাই বন্দুকবাজ’সেন্সর বোর্ডের কাঁচির মুখে পড়লো নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘বাবুমশাই বন্দুকবাজ’। ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহলাজ নিহালানি এই ছবির ৪৮টি দৃশ্য ও সংলাপ বাদ দিতে বলেছেন।
বিভিন্ন দৃশ্য ও অপ্রীতিকর সংলাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।  

সেন্সর বোর্ডের অভিযোগ, ছবিটিতে লিঙ্গ বৈষম্যও প্রকট। তোপেরও মুখে পড়েন প্রযোজক কিরণ শ্রফ। একের পর এক প্রশ্নবানে জর্জরিত হতে হয় তাকে। এমনকি তাকে এমনও প্রশ্ন শুনতে হয় যে, তিনি নারী কিনা! তার পোশাক নিয়েও কথা বলেন সেন্সরবোর্ড সদস্যরা। 

পাহলাজ বলেন, ‘ছবির অপ্রীতিকর সংলাপই মূলত এত দৃশ্য কাটার কারণ’।
তবে এই সিনেমার সমর্থনে এগিয়ে এসেছে ভারতীয় টিভি ও সিনেমা পরিচালকদের সংগঠন। তারা তথ্যমন্ত্রী স্মৃতি ইরানির কাছে একটি চিঠিও পাঠাবেন। যেখানে কিরণ শ্রফকে হয়রানির কথাও উল্লেখ থাকবে। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি পহলাজ।ছবির একটি দৃশ্যে নওয়াজ

সূত্র: বলিউড হাঙ্গামা

/এমএইচ/এম/