ব্যান্ডের বাইরে তুহিনের প্রথম সিঙ্গেল

তুহিনশিরোনামহীন ও তুহিন। বাংলাদেশের ব্যান্ডসংগীতে দুটি নাম এখন পরিপূরক। সম্ভবত এই সফল মেলবন্ধনের কারণে ব্যান্ডের বাইরে তুহিনের সে অর্থে গাওয়া হয়নি, হাঁটা হয়নি একা পথ।

তবে আসছে ঈদে সেই দলীয় বন্ধনের বাইরে এসে গাইলেন তুহিন। ‘তবু’ শিরোনামের এই গানটির কথা আর সুর তৈরি করেছেন আহমেদ রাজীব।
রাজীব বলেন,‘‘আমার অসম্ভব প্রিয় একটা ব্যান্ড শিরোনামহীন। তুহিন ভাইয়ের কণ্ঠে দুর্দান্ত রকমের মাদকতা আছে, যার আমি দারুণ ভক্ত। আমার কথা, সুরে গাওয়া ‘তবু’ গানটাই হতে যাচ্ছে ব্যান্ডের বাইরে তুহিন ভাইয়ের গাওয়া প্রথম অডিও গান। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’’আহমেদ রাজীব ও তুহিন
এদিকে তুহিন বলেন, ‘ব্যান্ডের বাইরে সচরাচর গাওয়া হয় না। নাটক-চলচ্চিত্রের জন্য এক দু'টি গান করেছি, তবে অডিওতে একেবারেই গাওয়া হয়নি। কারণ, ইচ্ছে হয় না। প্রচুর প্রস্তাব পাই কিন্তু নিজের চাওয়ার সঙ্গে আসলে মেলে না। তাই আর গাওয়া হয় না। আশা করছি, এটি শ্রোতাদের ভালো লাগবে।’
আহমেদ রাজীব জানান, বিশেষ এই গানটি সিএমভির ব্যানারে ঈদে প্রকাশ পাচ্ছে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ জিপি মিউজিক, রবি-ইয়োন্ডার মিউজিক অ্যাপে।