ওমর সানী-মৌসুমী ‘কেমন জুটি’

‘আমরা দুটি কেমন জুটি’... তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী প্রাণখোলা আড্ডায় জানাবেন সেকথা। ঈদ উপলক্ষে এই নামের একটি টিভি অনুষ্ঠানে একসঙ্গে অতিথি হলেন তারা।

ওমর সানী ও মৌসুমী (ছবি: সংগৃহীত)ওমর সানী-মৌসুমীর কথায় কথায় উঠে এসেছে তাদের ঘরের হাঁড়ির খবর থেকে শুরু করে চলচ্চিত্র ক্যারিয়ারের নানান মজার তথ্য। আড্ডায় পরস্পরের অপছন্দের দিক নিয়েও বলেছেন দু’জনে।

এছাড়া চিত্রনায়িকা শাবনূর ও পূর্ণিমাকে নিয়ে দারুণ একটি মন্তব্য করেছেন মৌসুমী। অনুষ্ঠানটি প্রসঙ্গে তিনি বলেন,‘মনে হয়নি কোনও স্টুডিওর ভেতরে আলাদাভাবে আড্ডা দিচ্ছি। ঘরোয়াভাবেই কাজটি হয়েছে।’

‘আমরা দুটি কেমন জুটি’ অনুষ্ঠানে ওমর সানী ও মৌসুমী (ছবি: সংগৃহীত)ঈদের পরদিন অর্থাৎ ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এশিয়ান টিভিতে প্রচার হবে ‘আমরা দুটি কেমন জুটি’। উপস্থাপনায় তানভীর তারেক, প্রযোজনা করেছেন আহসানউল্লাহ জুয়েল।
এদিকে এনটিভিতে ঈদের ষষ্ঠ দিন (৭ সেপ্টেম্বর) রাত ৮টা ০৫ মিনিটে প্রচার হবে ওমর সানী ও মৌসুমী অভিনীত নাটক ‘এ কি খেলা’। এতে মাসুদ ও রিয়া দম্পতির ভূমিকায় দেখা যাবে তাদের। দু’জনই চাকুরিজীবী। তাদের অবসর খুব কম। এই ব্যস্ততার মধ্যেই কয়েকদিন সময় বের করে দেশের বাইরে ছুটি কাটানোর পরিকল্পনা করে তারা।

‘এ কি খেলা’র দৃশ্যে ওমর সানী ও মৌসুমী (ছবি: সংগৃহীত)যাওয়ার ঠিক একদিন আগে মাসুদের কাছে ফোন আসে গ্রাম থেকে। তার এক পরিচিতা অসুস্থ। চিকিৎসার জন্য ঢাকায় আসবে। কাজেই তার সহযোগিতা প্রয়োজন। একথা শুনে মেজাজ বিগড়ে যায় রিয়ার। শুর“ হয় দু’জনের মধ্যে মতবিরোধ, বাকবিতণ্ডা। একপর্যায়ে ঘর ছাড়ে রিয়া। নানা ঘটনার মধ্যে জানা যায়, মাসুদের এক অতীত ঘটনা। যা বদলে দেয় সবকিছু। বিপাশা হায়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান।