জটিলতা কাটিয়ে শাকিব-শুভশ্রীর ‘চালবাজ’ শুরু

‘চালবাজ’-এর শুটিংয়ে শাকিব খান, রজতাভ দত্ত ও শুভশ্রীজটিলতা কাটিয়ে শুরু হলো যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’-এর শুটিং। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) থেকে লন্ডনে গানে ঠোঁট মেলালেন শাকিব খান ও শুভশ্রী। এখানে আরও আছেন কলকাতার রজতাভ দত্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শাকিব ভক্তদের অ্যাকাউন্টে কয়েকটি স্থিরচিত্রে তাদের পাওয়া গেছে। 

‘চালবাজ’ যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। তিন মাস আগে লন্ডনে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এসকে মুভিজের বিরুদ্ধে অভিযোগ এনেছিল ভারতের বাংলা ছবির কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া। তাদের দাবি— লোক ঠকিয়ে ও শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক না দিয়ে কাজ করে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
মূলত এ কারণে লন্ডনে ‘চালবাজ’-এর শুটিং স্থগিত করা হয়। তাই সেখানে যাওয়ার পরও শাকিবকে ফিরে আসতে হয় কাজ না করেই। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে জটিলতা কেটে যাওয়ায় শুটিংয়ে ফিরলেন তিনি।
অন্তর্বর্তীকালীন নির্দেশে সম্প্রতি কলকাতা হাইকোর্ট জানান, ‘চালবাজ’ ছবির কলাকুশলীদের কোনোভাবেই বাধা দিতে পারবে না ফেডারেশন। এছাড়া আদালতের অনুমতি ছাড়া ফেডারেশন কোনও কলাকুশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। তাই এখন শুটিং শুরু করতে আপাতত কোনও বাধা নেই।
‘চালবাজ’ শাকিব ও শুভশ্রী জুটির দ্বিতীয় ছবি। তারা এর আগে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ‘নবাব’ ছবিতে অভিনয় করেন।
এদিকে আগামী ১২ সেপ্টেম্বর লন্ডন থেকে ওমানে যাবেন শাকিব। ১৪ সেপ্টেম্বর সেখানে একটি কনসার্টে অংশ নিয়ে ওই রাতেই আবার যুক্তরাজ্যে ফিরবেন তিনি। ১৫ সেপ্টেম্বর থেকে ‘চালবাজ’-এর শুটিং করবেন আবার।