পাঁচ বছর পর ‘কেরামতনামা’ ও ‘বায়োস্কোপ’

Untitled-1দীর্ঘ পাঁচ বছর পর আবারও মঞ্চে আসছে প্রাচ্যনাটের যুগল প্রযোজনা ‘কেরামতনামা’ ও ‘বায়োস্কোপ’। আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে থাকছে এই দুটি উঠান প্রযোজনা।

‘কেরামতনামা’ লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন রিঙ্কন শিকদার। ‘বায়োস্কোপ (অন্তরদৃশ্যে বহিঃদৃশ্য)’ ভাবনা, বিন্যাস ও নির্দেশনায় সাইফুল ইসলাম জার্নাল ও মনিরুল ইসলাম রুবেল।

নাটক দুটি দীর্ঘ বিরতি প্রসঙ্গে প্রাচ্যনাটের অন্যতম সদস্য কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, ‘এখন মিলনায়তন বরাদ্দের ওপর নির্ভর করে আমাদের নাট্যচর্চা, মাসে একদিন মিলনায়তন বরাদ্দ হলে দুটো মহড়া আর একদিন প্রদর্শনী করা যায়।’

এই নাট্যশিল্পী যোগ করে জানান, মিলনায়তন সংকটে পড়ে তাদের মধ্যে মেলতে লাগলো ‘নাটকের বিকল্প স্পেস’ ভাবনার ডালপালা। এর অংশ হিসেবে মহড়া কক্ষেই অভিনীত হতে থাকলো বিভিন্ন প্রযোজনা। এখানে দর্শক হলো দলের কর্মী এবং বিভিন্ন দলের বন্ধুরা।