গুরুতর অসুস্থ ডিপজল, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে

 

ডিপজল। ছবি সংগৃহীতঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি রওনা দিয়েছেন। তাকে ভর্তি করা হবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পরিচালক মনতাজুর রহমান আকবর। তিনি বলেন, ‘মূলত কিছু পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ডিপজলকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এক সপ্তাহ ধরে তিনি ঠাণ্ডা ও শ্বাসকষ্টে ভুগছেন। আর মঙ্গলবার তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়।’

জানা গেছে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে অসুস্থ হয়ে পড়েন ডিপজল। এরপর তাকে ভর্তি করা হয় রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে। চিকিৎসকরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছিল। তার ফুসফুসেও অনেক পানি জমেছে। তিনি ল্যাবএইড হাসাপালে বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে ছিলেন।

সবশেষ মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’-এ অভিনয় করেছেন ডিপজল। এতে তার সহশিল্পী হিসেবে আছেন মৌসুমী ও বিদ্যা সিনহা মিম। ছবিটি মুক্তি পাবে ১৩ অক্টোবর।

নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্যই বেশি জনপ্রিয় ডিপজল। ইতিবাচক চরিত্রেও অবশ্য সফল হয়েছেন তিনি। প্রযোজক পরিচয়ও আছে তার নামের সঙ্গে।