চলে গেলেন প্লেবয়-এর সম্পাদক হেফনার



ম্যাগাজিন হাতে হেনফারবিখ্যাত মার্কিন ম্যাগাজিন প্লেবয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক হিউজ হেফনার মারা গেছেন। বৃহস্পতিবার ৯১ বছর বয়সে মারা যান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের হলম্বি হিলসের নিজ বাড়ি প্লেবয় ম্যানসনে মারা যান তিনি। এক বিবৃতিতে তার ছেলে কপার হেফনার বলেন, ‘আমার বাবা গণমাধ্যম ও সাংস্কৃতিক পথিকৃত হিসেবে জীবন অতিবাহিত করেছেন। অনেক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিলো তার। বাক স্বাধীনতা, নাগরিক অধিকার ও যৌন স্বাধীনতা নিয়ে কাজ করেছেন তিনি। প্রতিষ্ঠা করেছেন প্লেবয়।’
১৯৫৩ সালে ছেলেদের জন্য বিখ্যাত ম্যাগাজিন প্লেবয় শুরু করেন। নিজের বাড়ির রান্নাঘর থেকেই তিনি প্রাপ্ত বয়স্কদের জন্য উপযুক্ত এই ম্যাগাজিনটি ছাপানো শুরু করেছিলেন। পরবর্তীতে এটি সবচেয়ে বেশি বিক্রীত পুরুষদের ম্যাগাজিন হিসেবে আসন দখল করে নেয়। এর একমাসে সর্বোচ্চ সাত মিলিয়ন কপি বিক্রি হওয়ার রেকর্ডও রয়েছে। এছাড়া বিনোদন অঙ্গনের তারকার প্লেবয়ের প্রচ্ছদ হওয়ার জন্য মুখিয়েও থাকতেন। বিশ্বসেরা মডেলরা সবসময়ই এর প্রচ্ছদ হয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান