তিন বছর ৯ মাসের পরিশ্রমে ‘ডাকঘর’

দৃশ্য: ‘ডাকঘর’রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ মঞ্চনাটক অবলম্বনে তৈরি হলো স্বল্পদৈর্ঘ্য ছবি। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন লুসি তৃপ্তি গমেজ। তিনি জানান, তিন বছর ৯ মাসের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে আগামী ১৩ অক্টোবর সকাল ১১টায় দেখানো হবে ‘ডাকঘর’। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়য়ের অর্থায়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই ছবি।

গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় ‘ডাকঘর’ ছবির প্রিমিয়ার হওয়ার কথা ছিল। কিন্তু জটিলতার কারণে তা পিছিয়ে গেছে। এ প্রসঙ্গে ফেসবুকে লুসি লিখেছেন, “একটা মানুষের জীবনে যত রকমের ঝামেলা হওয়া সম্ভব, সবরকমই ঘটলো ‘ডাকঘর’ করতে গিয়ে। বিলম্ব যেন পিছু ছাড়েই না।”

ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহ্দী আমীন আশরাফ শ্রাবণ, জাহাঙ্গীর আলম, ঝুনা চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, ইকবাল হোসেন, খালিদ মাহবুব তুর্য, শরীফ হোসেন ইমন, অপূর্ব রূপকথা, সৌমিত্র দেব, সতেজ চৌধুরী, সাদিয়া আফরোজ শিল্পী। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ। চিত্রগ্রহণে ড্যানিয়েল ডেনি। সংগীত পরিকল্পনা ও কণ্ঠ কিম্বেল অভি, সংগীত বিন্যাসে বিবেক।

* ‘ডাকঘর’ ছবির প্রোমো: