পুরস্কৃত ‘অজ্ঞাতনামা’ ও ‌‘আন্ডার কনস্ট্রাকশন’

শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৭’। ঢাকাসহ দেশের ৬৪ জেলায় ৬ থেকে ২১ অক্টোবর ১৬ দিনব্যাপী এ উৎসব হয়। এর সমাপনী দিনে উৎসবে জমাকৃত সমকালীন চলচ্চিত্র থেকে দুটি ছবিকে তিনটি শাখায় পুরস্কৃত করা হয়।
শিল্পকলা৫ সদস্যবিশিষ্ট জুরি কমিটির মাধ্যমে বাছাই করে ৩টি বিভাগে পুরস্কার প্রদান করা হয় যথাক্রমে- শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদ ও  বিশেষ জুরি পুরস্কার প্রাপ্ত হয়েছে চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’।
পুরস্কার তিনটি গ্রহণ করেন ‘অজ্ঞাতনামা’র নির্বাহী পরিচালক ইফতেখারুল চিশতি, নির্মাতা তৌকীর আহমেদ ও ‘আন্ডার কনস্ট্রাকশন’-এর অভিনেত্রী ঋতিকা নন্দিনী শিমু।
২১ অক্টোবর রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র নির্মাতা ও উৎসব জুরি কমিটির চেয়ারম্যান মশিহ উদ্দিন শাকের, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরয়ার ফারুকীসহ অনেকে।
উৎসবে অংশ নেয় ৪৪টি চলচ্চিত্র। সেখান থেকে ১১টি চলচ্চিত্র মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখান থেকে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।