‘ক্রাচের কর্নেল’ এবার ভারত সফরে

ক্রাসচর কর্নেল ১বটতলা’র অন্যতম প্রযোজনা ‘ক্রাচের কর্নেল’। যার মাধ্যমে বাংলাদেশের অনেক অজানা রাজনৈতিক ইতিহাস নানা যুক্তি-তর্কের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরছেন বটতলা’র সদস্যরা।
ইতিমধ্যে ঢাকাসহ ঢাকার বাইরে মোট ১৭টি প্রদর্শনী হয়েছে নাটকটির। সেই ধারাবাহিকতায় এবারই প্রথম ‘ক্রাচের কর্নেল’ মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশের বাইরে ভারতের কয়েকটি নাট্যাৎসবে। ২৭ অক্টোবর রাতে ২০ সদস্যের একটি দল নিয়ে বটতলা রওয়ানা হবে ভারতের জলপাইগুড়ির উদ্দেশে। সেখানে ২৮ অক্টোবর সন্ধ্যায় ‘ফ্রেন্ডস ড্রামাটিক ক্লাব’-এর আয়োজনে নাটকটির ১৮তম প্রদর্শনী করার পরের দিন দলটি রওয়ানা দিবে কোচবিহারে আরেকটি নাট্যোৎসব ‘কোচবিহার থিয়েটার ফেস্টিভ্যাল ২০১৭’তে অংশগ্রহণ করতে।
মধ্য কোচবিহার থিয়েটার গ্রুপের এই আয়োজনে ২৯ অক্টোবর, রবীন্দ্রভবন মিলনায়তনে সন্ধ্যায় ‘ক্রাচের কর্নেল’এর ১৯তম প্রদর্শনী হবে। পরের দিন ৩০ অক্টোবর বটতলা বাংলাদেশে ফিরে আসবে। একমাস পর নভেম্বরের শেষে দলটি আবার ভারত সফর করবে বহরমপুর এর ‘রঙ্গাশ্রম নাট্যউৎসব’-এ অংশ নিতে। বাংলা ট্রিবিউনকে এমনটাই জানিয়েছেন নাটকটির নির্দেশক মোহাম্মদ আলী হায়দার।
কর্নেল আবু তাহেরের জীবনভিত্তিক উপন্যাস শাহাদুজ্জামানের ‘ক্রাচের কর্নেল’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিত্রা।
ক্রাচের করনেল২০১৬ সালের ডিসেম্বরে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভুঁইয়া, পঙ্কজ মজুমদার, ইভান রিয়াজ, ম. সাঈদ, মনজুরুল ইসলাম রনি, গোলাম মাহবুব মাসুম ও নাফিউল ইসলাম।
পোষাক পরিকল্পনা করেছেন হুমায়রা আক্তার, কোরিওগ্রাফি করেছেন সামিনা লুৎফা নিত্রা, আলোকসজ্জা করেছেন খালিদ মাহমুদ সেজান এবং আবহসংগীত পরিকল্পনা করেছেন পিন্টু ঘোষ।
‘ক্রাচের কর্নেল’ বটতলার ৯ম প্রযোজনা।