‘ডিজিটাল প্রকাশনার জন্য নতুন আইন চাই’

হারুন উর রশীদঅনলাইন বা ডিজিটাল মাধ্যমে গান বা সৃষ্টি প্রকাশনার জন্য নতুন আইন তৈরি করা দরকার বলে মন্তব্য করেছেন ডয়েচে ভেলের সাংবাদিক হারুন উর রশীদ।

তিনি বলেন, ‘যখন আমি কন্ট্রাক্ট সাইন করবো তখনকার পরিস্থিতি বুঝেই করবো। একসময় টিভি, রেডিও, ক্যাসেট, সিডি ছিল; এখন এসেছে ইউটিবউ বা অন্য মাধ্যম। ফলে পরিস্থিতি বুঝে কন্ট্রাক্ট সাইন করা উচিত। কে ইউটিবিউবে আপলোড করার অধিকার পাবে- সেটাও আইনে থাকবে। তা থাকা উচিত।’


‘গান তুমি কার?’ শিরোনামের বাংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি এগুলো বলেন। ডিজিটাল মাধ্যমে গানের প্রকাশনা ও স্বত্ব নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি ২ নভেম্বর এটিএন নিউজে বিকাল ৪টা ২৫ মিনিট থেকে সরাসরি প্রচার হয়। একই সময়ে বাংলা ট্রিবিউন ফেসবুক পেজ থেকেও এটি লাইভ করা হয়েছে।
মুন্নী সাহার সঞ্চালনায় এখানে আরও অতিথি হিসেবে ছিলেন ব্যারিস্টার ওমর সাদাত, সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু, কণ্ঠশিল্পী আসিফ আকবর, গীতিকবি জুলফিকার রাসেল ও সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল।23191709_10213700221887358_826367719_o