মালয়েশিয়ার চার প্রেক্ষাগৃহে ‌‘ডুব’

ইরফান খানের ‌‘ডুব’-এর অবস্থা ভালো নয়। ২য় সপ্তাহে এসে প্রেক্ষাগৃহের সংখ্যা একটানে নেমে এসেছে অর্ধেকে! ২৭ অক্টোবর মুক্তি পাওয়া আলোচিত ছবিটি ৩ নভেম্বর এসে প্রদর্শিত হচ্ছে সারা দেশের মাত্র ২০টি প্রেক্ষাগৃহে। সংখ্যাটি নিশ্চিত করেছে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

‘ডুব’ চলচ্চিত্রের চার চরিত্র রোকেয়া প্রাচী, ইরফান খান, তিশা ও পার্নো মিত্রতবে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে খানিক সুখবরও। আজ (৩ নভেম্বর) ছবিটি মুক্তি পেয়েছে মালয়েশিয়ায়। জানা গেছে সেদেশের মোট চারটি প্রেক্ষাগৃহে ছবিটি চলবে। এগুলো হলো টিজিবি জয়া, এমএমসি শাহ সেন্টার পয়েন্ট, টিজিবি কেএলসিসি ও এমএমসি বুকিট জাম্বুল।
একজন চলচ্চিত্র নির্মাতার জীবনের প্রেম, দ্বিতীয় বিয়ে, মৃত্যুসহ নানা বিষয় নিয়ে ‘ডুব’-এর গল্প। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড-হলিউডের অভিনেতা ইরফান খান, কলকাতার পার্ণো মিত্র, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। ছবিটির সহ-প্রযোজক ইরফান খান। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।
প্রসঙ্গত, প্রথম সপ্তাহে (২৭ অক্টোবর) ‘ডুব’ মুক্তি পায় দেশের ৩৯টি প্রেক্ষাগৃহে।

* তসলিমা নাসরিনের লেখা ‘ডুব’ ছবির রিভিও: ডুবেছে