লায়লা হাসানের জন্য ‘ছন্দে-জীবনানন্দে ৭১-এ পা’

লায়লা হাসান। ছবি- সংগৃহীতলায়লা হাসান। এ দেশের সাংস্কৃতিক অঙ্গনে ভিন্ন এক পরিচ্ছেদের নাম। গত ৮ আগস্ট চিরসবুজ এ নৃত্য-অভিনয়শিল্পী জীবনের ৭০টি বসন্ত পার করে ৭১-এ পা দিয়েছেন।
তাকে ঘিরে তাই আনন্দ উদযাপনের আয়োজন করেছে ‘শিল্পী লায়লা হাসানের ৭০তম জন্মবার্ষিকী উদযাপন পর্ষদ’। আয়োজনের নাম, ‘ছন্দে-জীবনানন্দে ৭১-এ পা’।
পর্ষদের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। তিনি জানান, আগামী ১৮ নভেম্বর (শনিবার বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে লায়লা হাসানের কর্মমুখর জীবনের সত্তর বছর উদযাপন করা হবে। এই আনন্দঘন মুহূর্তে হৃদয়ের নান্দীপাঠ নিবেদিত হবে শিল্পী, শব্দসৈনিক লায়লা হাসানের জন্য, নাচের মুদ্রা থেকে মুদ্রান্তরে যিনি ধ্রুপদি, জীবন, সংগঠন আর শিল্পের মণিকাঞ্চনে শাশ্বতী।

আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।