কলকাতায় বাংলাদেশ বইমেলায় অতিথি জ্যোতি

 

মেলার আলোচনায় বক্তব্য রাখছেন জ্যোতি। ছবি- সংগৃহীতগত ১৫ নভেম্বর থেকে কলকাতায় শুরু হয়েছে ‘৭ম বাংলাদেশ বইমেলা’। শহরের ঐতিহ্যবাহী রবীন্দ্রসদনের কাছে মোহরকুঞ্জ প্রাঙ্গণে চলা এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
সোমবার সেখানে শুভেচ্ছা বক্তা হিসেবে বক্তব্যও দেন তিনি। বিষয়টি নিয়ে জ্যোতি বললেন, ‘ভিনদেশে বাংলাদেশ নিয়ে কথা বলাটা সম্মানের। আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় বইমেলার আয়োজকদের ধন্যবাদ।’
উদ্বোধনের পর প্রথম তিন দিন বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে মেলা জমে উঠতে পারেনি। তবে শনিবার থেকে আবহাওয়া ভালো হতে শুরু করে। এখন আরও জমে উঠেছে বইমেলা। বাড়ছে ভিড়, বেড়েছে বিক্রি। নয় দিনব্যাপী আয়োজিত এই বইমেলা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
এদিকে জ্যোতি এখন কলকাতায় অবস্থান করছেন 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবির জন্য। মেলায় অংশগ্রহণের আগের দিন জ্যোতিসহ ছবির কলাকুশলী ঘরোয়া একটি পার্টিও করেছেন।
শরৎচন্দ্রের কালজয়ী চরিত্র শ্রীকান্ত ও রাজলক্ষ্মীকে নিয়ে ছবিটি তৈরি করছেন ‘বাকিটা ব্যক্তিগত’খ্যাত ভারতীয় নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য। ছবিতে শ্রীকান্ত হিসেবে কলকাতার ঋত্বিক চক্রবর্তী ও রাজলক্ষ্মী হয়েছেন জ্যোতিকা জ্যোতি।