শিশুদের বিজয়ের গল্প শোনালেন আসাদ

বিজয়ের গল্প শোনালেন আসাদ১৯৭১ সালে পাকিস্তানি শোষকরা অসম যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। ২৫ মার্চ কালো রাতে অতর্কিত আক্রমণ করেছিল নিরস্ত্র বাঙালির ওপর।
অদম্য বাঙালি সেই নির্বিচার হত্যাকাণ্ডের বিরুদ্ধে গড়ে তুলেছিল প্রতিরোধ। এরপর নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। জন্ম হয় বাংলাদেশ।
অভিনেতা রাইসুল ইসলাম আসাদ একাত্তরে রণাঙ্গনে পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তিনি দুরন্ত টিভির আমন্ত্রণে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একদল দুরন্ত শিশুর সঙ্গে বলেছেন নিজের অভিজ্ঞতা থেকে বিজয়ের গল্প, মুক্তির আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস। শিশুরা জেনেছে মহান মুক্তিযুদ্ধের কারিগরদের কথা।
এই চির তরুণ মুক্তিযোদ্ধা-অভিনেতা শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। গল্পে গল্পে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কাহিনি, মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা।
জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণ এবং গল্প শোনার বিশেষ অনুষ্ঠান ‘বিজয়ের গল্প’ প্রচারিত হবে দুরন্ত টিভিতে। মেহেদী হাসান স্বাধীন পরিচালিত বিশেষ এ অনুষ্ঠানটি প্রচার হবে ১৬ ডিসেম্বর রাত ৯টায়।