দক্ষিণ কোরিয়ায় বিপাশার একক চিত্র প্রদর্শনী

বিপাশা হায়াত। ছবি- সংগৃহীতবিপাশা হায়াত ছবি আঁকেন। অভিনয় ও নির্মাণের পাশাপাশি তার এ গুণের খবর মোটামুটি সবার জানা।
গ্যালারি থেকে বিপাশা হায়াতের সেলফিবছর কয়েকটি সময় এ কারণে সংবাদের শিরোনামও হন এ শিল্পী। এবার যেমন হলেন দক্ষিণ কোরিয়ার বিষয়টি নিয়ে। দেশটির রাজধানী সিউলে শুরু হয়েছে এ শিল্পীর একক চিত্র প্রদর্শনী।
গত ১৪ ডিসেম্বর থেকে এটি শুরু হয়েছে। চলবে এ মাসের পুরোটা সময়। বিপাশা বর্তমানে সিউলে থাকায় কথা হয় তার স্বামী ও নির্মাতা তৌকীর আহমেদের সঙ্গে। তিনি বললেন, ‘দু’সপ্তাহের এ প্রদর্শনী। এতদিন সে ওখানে থাকবে না। শিগগিরই চলে আসবে। দেশের মাটিতে এটি তার দ্বিতীয় একক প্রদর্শনী।’
বিপাশা হায়াতের প্রথম একক চিত্র প্রদর্শনী হয়েছিল রোমে। আর দ্বিতীয়টি চলছে সিউলের এলভিএস গ্যালারিতে।
শুধু শখের বসেই বিপাশার ছবি আঁকা নয়। তিনি এ বিষয়ে পড়াশোনাও করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মাস্টার্স প্রোগ্রামের ডিগ্রিও আছে বহু কাজে পারঙ্গম এ তারকার।