উচ্চাঙ্গসংগীত উৎসবে পরীমনির ‘স্বপ্নজাল’!

‘স্বপ্নজাল’ এর ব্যানার ও নির্মাতা সেলিমউচ্চাঙ্গসংগীতের সঙ্গে পরীমনির মুক্তি প্রতীক্ষিত ‘স্বপ্নজাল’ ছবির কী সম্পর্ক! সরল দৃষ্টিতে আকাশ আর পাতাল।

তবে সম্পর্কের আসল বিচারে যাওয়ার আগে নতুন খবর হলো, উৎসবের শেষ দিন (৩০ ডিসেম্বর) এই মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে গিয়াস উদ্দিন সেলিমের আলোচিত এই ছবির প্রথম প্রমো।
এদিন রাতে ধানমন্ডির আবাহনী মাঠে আগত উচ্চাঙ্গসংগীতপ্রেমীরা প্রজেক্টরে সরাসরি উপভোগ করবেন পরীমনি-ইয়াশ রোহানের প্রথম রসায়ন। এমনটাই জানালেন ‘মনপুরা’র দীর্ঘ বিরতির পর নতুন ছবি নিয়ে হাজির হতে যাওয়া নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।
তিনি জানান, ৩০ ডিসেম্বর শেষ দিন উৎসবের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ‘স্বপ্নজাল’ ছবির প্রমো। এছাড়া ছবিটি মুক্তির আগে রয়েছে ব্যাপক প্রচারণার পরিকল্পনাও। এরই মধ্যে তৈরি হয়েছে পোস্টার আর ব্যানার।
সেলিম বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে। ৩০ ডিসেম্বর প্রমো প্রকাশের পরপরই সেন্সরে জমা দেব। আমাদের মূল লক্ষ্য ছবিটির খবর পুরো দেশের প্রতিটি থানায় পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি।’
এবার জানা যাক উচ্চাঙ্গসংগীত উৎসবের সঙ্গে ‘স্বপ্নজালে’র সম্পর্ক কী? উত্তরে জানা গেছে, সম্পর্কটা হলো দুটোরই প্রযোজনা প্রতিষ্ঠান একই। যার নাম বেঙ্গল ক্রিয়েশনস।