অর্থহীনের ২০ বছর, বছরজুড়ে আয়োজন

অর্থহীন১৯৯৮ সালে তৈরি হলো নতুন ব্যান্ড, অর্থহীন। যার উদ্যোক্তা বেজবাবাখ্যাত শিল্পী সুমন। বর্ষপঞ্জি হিসেবে চলতি সময়ই ২০ বছর পূর্ণ করলো ব্যান্ডটি।
আর এ উপলক্ষকে উদযাপন করতে ব্যান্ডটিও বিশেষ প্রস্তুতি নিচ্ছে। বছরজুড়ে চলবে গানকেন্দ্রিক নানা আয়োজন। অন্যরকমভাবে প্রকাশ হবে ব্যান্ডের দুটি অ্যালবাম।
সুমন জানান, যেহেতু ব্যান্ডটির ২০ বছরপূর্তি হচ্ছে তাই বড় ধামাকা নিয়ে আসতে যাচ্ছেন তারা।
জানা যায়, ব্যান্ডটির সর্বশেষ অ্যালবাম ‌‘ক্যানসারের নিশিকাব্য’-এর বিশেষ সংস্করণ প্রকাশ হবে। অ্যালবামটি আসবে মার্চ মাসে। এতে নতুন দুটি গান যুক্ত হবে। মে মাসে একটি আনপ্লাগড অ্যালবাম প্রকাশ করবে তারা।
আর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসে ১টি করে গান প্রকাশ করবে দলটি। দলের বাইরে বেশ কয়েকটি একক ও দ্বৈত গান নিয়ে হাজির হচ্ছেন এর দলনেতা সুমন।
সেই সূত্রে আজ (১৭ জানুয়ারি) সকালেই ‘বাংলাদেশি ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি’ নামের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে সুমনের নতুন গান। দ্বৈত কণ্ঠের এ গানের শিরোনাম ‘অনিয়মের গান’। এতে সুমনের সহশিল্পী ফুর্তি। এটি রাতে ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
এছাড়া সুমন আগামী তিন মাস আনিলার সঙ্গে দুটি ও জুহির সঙ্গে একটি গান প্রকাশ করবেন।