আজ থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’

চলচ্চিত্র উৎসবসংস্কৃতির অন্যতম ধারক ও বাহক বাংলা চলচ্চিত্রকে জনগণের আরও কাছে আনার প্রয়াস থেকে ১৭বারের মতো আয়োজিত হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’।
এর আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
আজ (১২ ফেব্রুয়ারি) থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ আয়োজন চলবে। এবারের চলচ্চিত্র উৎসবে দুই বাংলার ধ্রুপদি ও সমসাময়িক মিলিয়ে মোট ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসবের প্রথম দিন; বিকাল ৫টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চলচ্চিত্র সংসদের সঞ্চালক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’।
এরপরের দিনগুলোতে প্রতিদিন তিনটির বা অধিক ছবি দেখানো হবে।
১৭ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর পক্ষ থেকে ২০১৭ সালে নির্মিত শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রকে প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’।
উল্লেখ্য, ‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’এই স্লোগানকে সামনে রেখে চলচ্চিত্র নিয়ে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এছাড়াও প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উৎসব।