অ্যালবামে লাকী আখান্দ, ফাহমিদার কণ্ঠ




লাকী আখান্দ। ছবি- সংগৃহীতবাংলা গানের বরপুত্র লাকী আখান্দ প্রয়াত হয়েছেন প্রায় বছর খানেক হলো। ইউটিউব, অডিওর সিডি ঘেঁটে এখনও তার ভক্তরা স্মৃতিকাতর হন, রোমাঞ্চিত হন।
শ্রোতাদের জন্য ভালো লাগার খবর আছে। পুরনো এ গানগুলোর পাশে এবার যুক্ত হচ্ছে আরও একটি নতুন গান। এর নাম ‘বিষণ্নতা’।
নতুন অ্যালবাম প্রকাশ করেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। আর এতে আছে লাকী আখান্দের সুর করা এ গানটি। ফাহমিদার এ অ্যালবামের নাম 'ভুল করে ভালোবেসেছি'।
অ্যালবামটি ঘিরে আজ (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশনা উৎসবের আয়োজন করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশন।
এদিকে বিষণ্নতা গানটি নিয়ে ফাহমিদা জানালেন অনেক পুরনো কথা। বললেন, ‘তিনি (লাকী আখান্দ) তখন সুস্থ। ২০০৫-০৬ সালের দিকে হবে। তখনই তিনি গানটির সুর করেন। আর গত বছর যখন নতুন অ্যালবামের কাজটি করি তখন এটি রাখার সিদ্ধান্ত নিই। কলকাতায় গিয়ে গানের রেকর্ডিংটি করেছিলাম।’
গত বছরের ২১ এপ্রিল ক্যানসার আক্রান্ত লাকী আখান্দ মারা যান। শিল্পীকে সম্মান জানিয়ে গানটির রেকর্ডিং করা হয় সে বছরই জুলাই মাসে।
বেঙ্গল ফাউন্ডেশন জানায়, আজ প্রকাশনা হলেও অ্যালবামটি বেশ কিছুদিন হলো বাজারে পাওয়া যাচ্ছে। গোলাম মোর্শেদের কথায় ৮টি গান নিয়ে সাজানো এ অ্যালবামটির সংগীতায়োজন করেছেন কলকাতার আশু চক্রবর্তী।
ফাহমিদা নবী। ছবি- সাজ্জাদ হোসেনগানগুলো হলো- 'ভুল করে ভালোবেসেছি', 'কে তুমি', 'তোমারই কথা', 'যা চলে যা', 'মনে পড়ে না', 'জানতে চেও না', 'বিষণ্নতা' ও 'যত কথা'। সুর করেছেন লাকী আখন্দ, নিপু, সজীব দাশ ও ফাহমিদা নবী নিজেই।