জাহাঙ্গীরনগরে ‘গহীন বালুচর’

গহীন বালুচর ছবির শিল্পীরা। ছবি- সংগৃহীতগত বছরের ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ছোট পর্দার প্রশংসিত নির্মাতা বদরুল আনাম সৌদ পরিচালিত প্রথম ছবি ‘গহীন বালুচর’। এরপর বিদেশও মুক্তি পায় ছবিটি।

প্রশংসিত এ চলচ্চিত্রটি এবার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রদর্শিত হচ্ছে। চলতি মাসের ১৫-১৬ তারিখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এটি দেখানো হয়।

আর এ মাসে ২৮ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটি প্রদর্শিত হবে। এদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা অবধি জহির রায়হান মিলনায়তনে চারটি শো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক বদরুল আনাম সৌদ।

তিনি বলেন, ‘সিলেটের পরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটি দেখানো হচ্ছে। আমরা চাচ্ছি, এ ধরনের প্রদর্শনী আরও হোক। অনেকে যারা যোগাযোগ করছেন, আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করছি।’
চরকেন্দ্রিক প্রেমের গল্প নিয়ে সাজানো ‘গহীন বালুচর’। এর মূল চরিত্র তিনটি। তারা হলেন নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভীর ও জান্নাতুন নূর মুন। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌদ নিজেই। ছবিটিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন ও রুনা খান।