মৃত্যুর আগে বিয়ের অনুষ্ঠানে শ্রীদেবীর ভিডিও

মৃত্যুর আগে বিয়ের অনুষ্ঠানে শ্রীদেবী (মাঝে)শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুবাইয়ে পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শ্রীদেবী। যেখানে তাকে দেখে এতটুকুও অসুস্থ বলে মনে হয়নি কারও।

যার প্রমাণ মিলেছে ভারতের নন্দিত সংগীতশিল্পী সনু নিগমের পোস্ট করা একটি ভিডিও টুইটের মাধ্যমে। এই ভিডিওতে বিয়ের অনুষ্ঠানে শ্রীদেবীর জীবনের শেষ মুহূর্তের কিছু অংশ দেখা গেছে!
শনিবার রাতেই ভিডিওটি টুইট করে সনু লিখেছেন, ‘তার শেষ ভিডিও। রেস্ট ইন পিস, শ্রীদেবী।’
৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো শ্রীদেবীর। পারিবারিক সূত্রে খবর, শনিবার দিবাগত মধ্যরাতে দুবাইতে পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েই এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি।
সেই অনুষ্ঠানেরই একটি ভিডিও সনু নিগমের হাত হয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


উল্লেখ্য, ১৯৭৮ সালে বলিউডে অভিষেক হয়েছিল মায়াবী চোখ আর মিষ্টি হাসির নায়িকা শ্রীদেবীর। শুধু হিন্দিতেই নয়, তামিল, তেলেগুসহ ভারতীয় নানা ভাষার সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। কোনও সুনির্দিষ্ট নায়কের সমর্থন ছাড়াই অনেক সিনেমা ব্যবসাসফল হয়েছিলো তার অভিনয় দক্ষতায়। ভারতীয় চলচ্চিত্রে যখন পুরুষ অভিনেতাদের তুমুল দাপট এবং কাহিনি ছিল নায়কনির্ভর, ঠিক সেই সময়েই শ্রীদেবী অভিনেত্রী হিসেবে বহু সিনেমায় সাফল্য এনে দিয়েছিলেন।