সত্য ঘটনা অবলম্বনে তৌকীর আহমেদ

নাটকের একটি দৃশ্যে তৌকীর আহমেদতৌকীর আহমেদ এখন ব্যস্ত সময় পার করছেন নতুন চলচ্চিত্র ‘ফাগুন হায়ায়’ এর শুটিংয়ে। নির্মাতা হিসেবে সর্বশেষ তিনি দেখালেন প্রচুর প্রশংসা কুড়ানো ছবি ‘হালদা’।

তবে নির্মাতা হিসেবে বড় ক্যানভাসের ফাঁকে এখনও তিনি অভিনয়টাকে বাঁচিয়ে রেখেছেন বিশেষ কিছু নাটকের মাধ্যমে। সেই সূত্রে আসছে স্বাধীনতা দিবসে টিভি দর্শকরা দেখবেন তৌকীর আহমেদের অভিনয়। নাটকটির নাম ‘সাহস’।
ফেদারম্যান মিডিয়া প্রযোজিত ও ওয়াহিদ পলাশ পরিচালিত এই নাটকটির  কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গুঞ্জন রহমান। রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা বরজাহানের মুখে শোনা সত্য ঘটনা অবলম্বনে রচিত ও নির্মিত হয়েছে নাটকটি।
এতে তৌকীর আহমেদ ছাড়াও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, শাহাদাৎ হোসেন, শশাঙ্ক সাহা, চারু সাইফুল, গুঞ্জন রহমানসহ অনেকে।
নির্মাতা জানান, নাটকটির গল্পে দেখা যাবে ১৯৭১ সালে জাহিদ যুদ্ধে যেতে পারেননি। তিনি তখন রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্নির ছাত্র। তার সহপাঠীদের অনেকেই সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে চলে যান যুদ্ধের ট্রেনিং নিতে। একদিন জাহিদকে হোস্টেল থেকে ধরে নিয়ে যায় পাক মিলিটারি। তাকে বলা হয়, মিলিটারিদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। কিন্তু জাহিদ স্পষ্ট জানিয়ে দেন- তিনি এই কাজ করতে পারবেন না।
শেষ পর্যন্ত পাক মিলিটারির বুলেটের আঘাতে শহীদ হন রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্নির ছাত্র জাহিদ। আর সেই জাহিদ চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ।
২৬ মার্চ রাত ৯টায় নাটকটি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।