বৈশাখে নুহাশ হুমায়ূনের চলচ্চিত্র

নুহাশ হুমায়ূনগত বছর নুহাশ হুমায়ূনের পরিচালনায় টেলিভিশনে প্রচার হয়েছিল ‘হোটেল অ্যালবাট্রোস’ নাটক। এবার এই নির্মাতার আরও একটি কাজ দেখা যাবে টিভি পর্দায়।
নুহাশ হুমায়ূনের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় আসছে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজ খেলা’। পহেলা বৈশাখ ১৪ এপ্রিল রাত ৮টায় ছবিটি চ্যানেল আই প্রচার করবে।
১৫ মিনিটব্যাপী স্বল্পদৈর্ঘ্যের এই চলচ্চিত্রে ফুটে উঠেছে অল্পবয়সী দুটি বালক-বালিকার একাকীত্বের গল্প। পরিবার হারানো বালক ও একমাত্র খেলার সাথী ভাইকে হারিয়ে নিঃসঙ্গতায় ভুগতে থাকে বালিকাটি। এই দুজন শিশুকে এক সুতোয় বেঁধে ফেলে কাগজের তৈরি ব্যাঙ। কাগজের তৈরি অসুন্দর ব্যাঙ থেকে তৈরি হয় দারুণ এক মানবিক সম্পর্ক।
ছবিটিতে অভিনয় করেছেন গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ ছবিতে রূপসার ভূমিকায় অভিনয় করা শিশুশিল্পী সাঁঝবাতি ও আনাফ রহমান।একটি দৃশ্যে সাঁঝবাতিস্বল্পদৈর্ঘ্য পরিচালনায় নুহাশ আগে থেকেই সহজাত। গত বছরের অক্টোবরে এই চলচ্চিত্র প্রদর্শন করে দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত ‘জীবনের জয়গান উৎসব’ এর দশম আসরে। সেখানে সেরা নবাগত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকার হিসেব পুরস্কৃত হয়েছিলেন হুমায়ূন আহমেদ পুত্র নুহাশ।