রবিরাগের চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এ আহ্বানকে সামনে নিয়ে আজ (১২ এপ্রিল) চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের অনুষ্ঠান করতে যাচ্ছে রবিরাগ।
রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠানের এ আয়োজনটি হবে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সন্ধ্যা ৭টায়।
প্রতিষ্ঠানটির সভাপতি আমিনা আহমেদ ও পরিচালক সাদি মহম্মদ জানান, এবারও চৈত্রসংক্রান্তি ও নতুন বছরকে রবিরাগ বরণ করতে যাচ্ছে গানে গানে।
এদিকে গানের সঙ্গে যুক্ত হচ্ছে নাচও। রবিরাগের পরিবেশনার সঙ্গে এতে নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপার নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান নৃত্যাঞ্চলও অংশ নেবে।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।