বেঙ্গল বইয়ে সাহানা বাজপেয়ীর গান

সাহানা বাজপেয়ীদশ বছর পর গেল ৪ মে বাংলাদেশে এসেছেন সাহানা বাজপেয়ী। এসেই স্মৃতিকাতর হয়েছেন। রাখতে হচ্ছে অনেক বন্ধুর অনুরোধ। তার মধ্যে সবচেয়ে বেশি আবদার ছিল কনসার্টের।
এবার সে আবদারও পূরণ করতে যাচ্ছেন তিনি। সেই সূত্রে ১০ মে সন্ধ্যা সাড়ে ৭টায় একটি গানের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে রাজধানীর বেঙ্গল বইয়ে।
আর এতে গাইবেন সাহানা। বিষয়টি এ শিল্পী নিজেই জানিয়ে বললেন, ‌‘এদিন সবাই আসবেন। দেখা হবে, গান হবে আর কথা হবে।’
২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশে ছিলেন শাহানা বাজপেয়ী। এই অল্প সময়ে এদেশের শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন ভারতের শান্তিনিকেতনের এই সংগীতশিল্পী। শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে সংসার জীবনের ইতি টেনে ২০০৮ সালের ৪ মে ঢাকা ছেড়ে যান। ঠিক ১০ বছর পর একই দিনে (৪ মে) আবার ঢাকায় ‘ফিরলেন’ এ গায়িকা।
শাহানা জানালেন, বাংলাদেশে এসেছেন গানবাংলা টেলিভিশনের জন্য। চ্যানেলটির ‌‘উইন্ড অব চেঞ্জ’ আয়োজনে গেয়েছেন তিনি। বেঙ্গল বইয়ের আয়োজন শেষ করে লন্ডনে ফিরে যাবেন শিগগিরই।