জাতীয় কবির জন্মদিনে...

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ফাইল ছবি-ফোকাস বাংলাআজ প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম ইসলামের জন্মদিন। সাহিত্য আকাশে ধ্রুবতারা হয়ে জন্মগ্রহণ করা এ মানুষটি তার লেখনী ছোঁয়ায় সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্য। তার জন্মদিন উপলক্ষে দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেল বিশেষ আয়োজন করেছে। সেখানে থেকেই উল্লেখযোগ্য হাইলাইটস থাকল-
মিউজিক ক্লাব
বাংলাভিশনে রাত ১১টা ২৫ মিনিটে রয়েছে মিউজিক ক্লাবের বিশেষ আয়োজন। অনুষ্ঠানটিতে নজরুলসংগীত পরিবেশন করবেন নতুন প্রজন্মের দুই শিল্পী— তানভীর আলম সজীব ও জিনিয়া জাফরিন লুইপা।
মায়াবতী
চ্যানেল আই দেখাবে নজরুলের গল্প অবলম্বনে নির্মিত বিশেষ টেলিছবি ‘মায়াবতী’। গীতালি হাসানের নাট্যরূপে ‘মায়াবতী’ পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন  হিমি ও নাঈম।
‘আমারে দেবনা ভুলিতে’ ডকুড্রামার একটি দৃশ্যে রিপন ও নীপাআমারে দেবনা ভুলিতে
তথ্যমূলক অনুষ্ঠান ‘উদ্দীপন’-এর একটি বিশেষ পর্ব এটি। এবারের পর্বটি হবে কাজী নজরুল ইসলামকে নিয়ে। ডেভিড প্রণব দাসের মূল ভাবনায় এর চিত্রনাট্য রচনা করেছেন গোলাম রাব্বানী। জয়ন্ত রোজারিওর পরিচালনায় এই ডকুড্রামায় অভিনয় করেছেন হাসনাত রিপন, জয় কস্তা, নূসরাত জাহান খান নীপা প্রমুখ। এনটিভিতে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রচার হবে এটি।
তোমার পথের ধূলিতে

এনটিভিতে দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘তোমার পথের ধূলিতে’। কাজী নজরুল ইসলামের ‘নিশীথ প্রীতম’ কবিতা অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, মাজনুন মিজান, সোহানা সাবা, শাহেদ আলী সুজন প্রমুখ।

বনের পাপিয়া
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আরটিভি’র বিশেষ নাটক ‘বনের পাপিয়া’। প্রচার হবে শুক্রবার রাত ৮টায়। কাজী নজরুল ইসলামের মূল গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন শ্রাবণী ফেরদৌস। পরিচালনা করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সানজিদা প্রীতি, খায়রুল টিপু, তৃষ্ণা সরকার, রাসেল রাজ, মাধবী লতা, জাকিয়া প্রমুখ।
‘বনের পাপিয়া’ নাটকের একটি দৃশ্যে সানজিদা প্রীতিমহুয়ার মায়া
রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে নজরুল-জয়ন্তীর বিশেষ নাটক ‘মহুয়ার মায়া’। কাজী নজরুল ইসলামের ‘আপন পিয়াসী’ কবিতা অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুমাইয়া শিমু, প্রসূন আজাদ প্রমুখ।