চলনবিল এলাকায় কৃষকের ঈদ আনন্দ

 ‘কৃষকের ঈদ আনন্দ’-এর একটি দৃশ্যদেশের অন্যতম বৃহৎ বিল চলনবিল এলাকায় এবার আয়োজন করা হয়েছে ‘কৃষকের ঈদ আনন্দ’। এবারে পর্ব  ধারণ করা হয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খুটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

সেখানকার লোকজ সংস্কৃতি তুলে ধরা হয়েছে বলে জানালেন এর পরিকল্পক, উপস্থাপক ও পরিচালক শাইখ সিরাজ।

শাইখ সিরাজ বলেন, ‌‘চলনবিল এলাকায় কৃষি বৈচিত্র্যের সঙ্গে জড়িয়ে আছে লোকজ সংস্কৃতির বহুমাত্রিক উপকরণ। গ্রামীণ সংস্কৃতির নানাধারা ও কৃষকের যাপিত জীবনের গল্পের বুননে সমৃদ্ধ করার প্রচেষ্টা এবারের কৃষকের ঈদ আনন্দ।’

তিনি আরও জানালেন, এবারও কৃষকের ঈদ আনন্দে থাকবে নতুন অনেক খেলা ও গল্পের আয়োজন। থাকছে বালিশ লড়াই, তৈলাক্ত কলাগাছে ওঠা, পাওয়ার টিলার রেসের পাশাপাশি মামা-ভাগ্নের অবাক দৌড়, বর সাজবে বৌয়ের হাতে, চাড়ি বাইচসহ বেশ কিছু খেলা। থাকবে দেশ-বিদেশের কৃষি ও কৃষককে নিয়ে নানা প্রতিবেদনও।
অনুষ্ঠানটি রোজার ঈদের পরদিন বেলা সাড়ে ৪টায় চ্যানেল আইতে প্রচার হবে।