আইপিএলের ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আরবাজ খান!

আরবাজ খান। ছবি- লোকার প্রেসইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ম্যাচ ফিক্সিয়ে বলিউড অভিনেতা আরবাজ খানের জড়িত থাকার প্রমাণ পেয়েছে ভারতীয় পুলিশ। মুম্বাই থানে পুলিশের বিশেষ তদন্ত দলের কাছে এতে যুক্ত থাকার কথা স্বীকারও করেছেন এ অভিনেতা।

আজ (২ জুন) সকালে থানে থানায় জবানবন্দি নেওয়ার কথা বলে ডাকা হয় আরবাজকে। সেসময় সনু জালান নামের এক শীর্ষ জুয়াড়ির মুখোমুখি তাকে বসিয়ে বিষয়টি নিশ্চিত হয় মুম্বাই পুলিশের বিশেষ এই দলটি।

জানা যায়, মে মাসের দ্বিতীয় সপ্তাহে পুলিশ জুয়াড়িদের ধরতে বিশেষ ফাঁদ পাতে। গত ১৫ মে সনু জালান ওরফে সনু মালাদসহ চারজনকে গ্রেফতার করে তারা।
প্রদীপ সাহা নামের মুম্বাই পুলিশের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‌‘তদন্ত চলাকালীন আমরা সনু ও আরবাজের যোগাযোগের বিষয়টি বুঝতে পারি। এরপর তাদের মুখোমুখি করা হলে বিষয় নিশ্চিত হয়।’
সনু ভারতীয় পুলিশকে হাতে লেখা একটি স্বীকারোক্তি দিয়েছে।
অন্যদিকে তদন্তকারী দলটি আরও জানায়, একটি ম্যাচে আরবাজ ২ কোটি ৮০ লাখ টাকা হেরেছেন। এরপর জুয়াড়িকে সে টাকা পরিশোধ না করায় দ্বন্দ্ব বাঁধে। জুয়াড়িরা তাকে জীবননাশের হুমকি দিতে থাকে।


জানা যায়, আইপিএলের শীর্ষ জুয়াড়িদের মধ্যে সনু একজন। তাদে দীর্ঘদিন ধরে অনুসরণ করছিল ভারতীয় পুলিশ। এবারের আইপিএলে জুয়াড়িদের এ দলটি ছাড়াও পাকিস্তানি এক নেতার নামও উঠে এসেছে। যার নাম এখনও পুলিশ প্রকাশ করেনি।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া