শুক্রবারের বিশেষ নাটকে সজল-প্রভা

একটি দৃশ্যে প্রভা ও সজলবিয়ের আগে প্রিয়ন্তী ও শুভ বন্ধু ছিলেন। একই সঙ্গে তারা পড়াশোনা করতেন। বন্ধুত্ব থাকলেও তাদের মধ্যে প্রেম হয়নি। ঘটনাচক্রে শুভ-প্রিয়ন্তীর বিয়ে হয়। বিয়ের একদিন পর থেকে তাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়।
এমন কিছু বিষয় নিয়ে প্রতিদিনই খুনসুটি তৈরি হয় প্রিয়ন্তী ও শুভর মধ্যে। প্রতিদিন তারা দুজন দুজনাকে বলে ডিভোর্স দেবে। তাদের অ্যাডভোকেট বন্ধুর সঙ্গে কথাও বলে। প্রতিদিন ডিভোর্স দেয়ার জন্য বের হন, কিন্তু রাস্তায় একেক দিন একেক ঘটনা ঘটে।
এমন মজার গল্প নিয়েই তৈরি হয়েছে নাটক ‘অভিমান খুনসুটি’। নাইস নূরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন তপু খান। অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, আব্দুন নূর সজল, পাভেল ইসলাম প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে সজল বললেন, ‘গল্পটি বেশ মজার এবং মিষ্টি। নির্মাণটাও ভালো হয়েছে। শুক্রবারের বিশেষ নাটক হিসেবে এটি প্রচার হচ্ছে, এটা জেনে ভালো লাগলো। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
শুক্রবারের বিশেষ নাটক হিসেবে এটি প্রচার হবে ২৯ জুন রাত ৮টায়, আরটিভিতে।