আবদুল্লাহ আল-মামুনের জন্মদিনে...

আব্দুল্লাহ আল-মামুনবাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও বহুমাত্রিক শিল্পস্রষ্টা আবদুল্লাহ আল-মামুন। গুণী এ মানুষটির ৭৬তম জন্মবার্ষিকী আজ (১৩ জুলাই)।
দিনটি বিশেষভাবে উদযাপনের জন্য অনুষ্ঠান আয়োজন করেছে নাট্যসংগঠন থিয়েটার (নাটক সরণি)।
আজ বিকাল ৪টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে (সাত তলা) বিকাল ৪টায় থাকছে আলোচনা পর্ব। এরপর থাকবে মঞ্চনাটক ‘মেরাজ ফকিরের মা’।
থিয়েটার নাট্যদলের সভাপতি ফেরদৌসী মজুমদার বলেন,  ‘জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবো স্মৃতিচারণ এবং তার নাটকে অভিনয় করে। তার কাছের কিছু মানুষ স্মৃতিচারণ করবেন।’
আবদুল্লাহ আল-মামুনের সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনার সূত্রপাত করবেন নাট্যসারথি আতাউর রহমান এবং নন্দিত দুই অভিনেত্রী সারাহ বেগম কবরী ও সুবর্ণা মুস্তাফা। স্মৃতিচারণ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
এরপর সান্ধ্য আয়োজনে রয়েছে ‘থিয়েটার’-এর নাটক। সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে আবদুল্লাহ আল-মামুন রচিত ও নির্দেশিত নাটক ‘মেরাজ ফকিরের মা’।