অভিনেতা রাতিনের প্রথম মৃত্যুবার্ষিকী

মঞ্চ, রেডিও, টিভি ও চলচ্চিত্র অভিনেতা আবদুর রাতিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (১৯ জুলাই)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
এই উপলক্ষে তার পৈত্রিক বাসভবনে দিনব্যাপী কোরআন খতম, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এমনটাই জানালেন তার ছোট ভাই সাংবাদিক অনজন রহমান।
উল্লেখ্য, ১৯৭০ সালে মোস্তফা মাহমুদ পরিচালিত ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন রাতিন। তিনি খল অভিনেতা হিসেবেই বেশ জনপ্রিয়তা অর্জন করেন।
রাতিন অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘দেবদাস’, ‘শুকতারা’, ‘জবাব চাই’, ‘স্নেহের প্রতিদান’, ‘চোরের বউ’, ‘মহান বন্ধু’, ‘লালু সর্দার’, ‘স্বার্থপর’, ‘হারানো সুর’ প্রভৃতি। তার অভিনীত মঞ্চ নাটকের সংখ্যাও প্রায় শতাধিক।
টিভি নাটকে তিনি ১৯৭২ সাল থেকে শুরু করে এখনও নিয়মিত অভিনয় করছিলেন। ২০০ এর বেশি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘মহুয়ার মন’, ‘অভিনেতা’, ‘বোবাকাহিনী’, ‘গৃহবাসী’, ‘রত্নদ্বীপ’, ‘রূপালী প্রান্তর’ প্রভৃতি।