শ্যামল-উর্মিলার ‌সংসারের গল্প

শুটিংয়ে শ্যামল মাওলা ও উর্মিলা শ্রাবন্তী করজয় একজন সাইকিয়াট্রিস্ট আর মিতু জয়ের স্ত্রী। মিতু বেশ শান্ত স্বভাবের। তারা দুজন স্বাভাবিক দাম্পত্য জীবন-যাপন করছিলেন। মিতুর প্রতিটি ব্যাপারই জয় গুরুত্ব দেন। মিতুও জয়ের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে খুব সচেতন।
হঠাৎ হাসান নামের এক মানসিক রোগী জয়ের কাছে আসেন। জয় হাসানের চিকিৎসা করতে থাকেন। চিকিৎসা চলাকালীন সময়ে জয় ও হাসানের মাঝে একধরনের ঘনিষ্ঠতা তৈরি হয়। একই সময়ে জয় ও মিতুর দাম্পত্য জীবনে একটি অজানা গল্পের সূত্রপাত ঘটে।
এমনই একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে একক নাটক ‘মোহমায়া’।
এতে জয় চরিত্রে শ্যামল মাওলা, মিতু চরিত্রে উর্মিলা শ্রাবন্তী কর এবং হাসান চরিত্রে অভিনয় করছেন এফএস নাঈম।
কারুকাজ প্রোডাকশনের ব্যানারে এই নাটকের শুটিং শুরু হয়েছে ২০ জুলাই থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে। নির্মাণ করছেন আর কে সরকার। গল্পটি লিখেছেন শুভ্র সরখেল।
নাটকটি সম্পর্কে শ্যামল মাওলা বললেন, ‘গল্পটা খুবই চমৎকার। গতানুগতিক ধারার বাইরের একটি কাজ হচ্ছে এটি।’
উর্মিলা বললেন, ‘আমিও বলছি, গল্পটা অসাধারণ। পরিচালকও খুব যত্ন নিয়ে কাজটি করছেন। শ্যামল ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে। নাটকটি দর্শকদের একটু হলেও ভাবাবে।’
নাটকটিতে শ্যামল মাওলা, এফএস নাঈম, উর্মিলা শ্রাবন্তী কর ছাড়াও অভিনয় করছেন সুস্মিতা দত্ত, রিয়া চৌধুরী প্রমুখ।
নির্মাতা সুত্রে জানা যায়, নাটকটি আসছে ঈদুল আজহায় যে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।