বেতনের সব টাকায় ছাগল, অতঃপর...

আজাদ আবুল কালামঅর্থকষ্টে থাকা মহিউল ঈদের আগে বকেয়া বেতন পেয়ে বেজায় খুশি। আর এ উপলক্ষে রগচটা বউ সামিয়াকে নিয়ে বাজার করার পরিকল্পনা করে সে।
কিন্তু পথিমধ্যে বেতনের সমস্ত টাকা দিয়ে একটা ছাগল কিনে ফেলে মহিউল। এরপর মধ্যবিত্ত দম্পতির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়ায় ছাগলটা! সঙ্গে ‘ব্যা, ব্যা’ ডাকে অস্থির করে তোলে তাদের। কিন্তু কিছুদিন পরই এক আশ্চর্য কারণে ছাগলের মায়ায় পড়ে যায় এই দম্পতি।
সরল-সোজা ব্যক্তির ছাগল-দুর্দশা নিয়ে তৈরি হয়েছে কোরবানির ঈদের নাটক। নাম ‘ব্যা-আক্কেল’

আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় মেহেদী হাসান সোমেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মৌসুমী নাগ ও জয়রাজ। নাটকটি তৈরি করেছে দীপ্ত টিভি।

চ্যানেলটি জানায়, তাদের পাঁচ দিনব্যাপী ঈদুল আজহার আয়োজনে থাকছে একঘণ্টার বিশেষ এই নাটকটি।

আজাদ আবুল কালাম ও মৌসুমী নাগ