ঈদ উৎসবে সাইমনের প্রথম ছবি

চলচ্চিত্রে সাইমন সাদিকের আগমন ২০১২ সালে। পরিচালক জাকির হোসেন রাজুর ‘জ্বী হুজুর’ চলচ্চিত্রটি ছিল উপলক্ষ। এরপরের বছর ২০১৩ সালে ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করে দর্শকের কাছে বিপুল পরিচিতি পান এ নায়ক।
এরপর প্রতি বছরই গড়ে ৩-৪টি করে চলচ্চিত্র পর্দায় এসেছে তার। তবে অন্যরকম বিষয় হচ্ছে প্রায় ৬ বছর ধরে চলচ্চিত্রে কাজ করলেও কখনও ঈদে প্রেক্ষাগৃহে আসেনি তার ছবি।
এবার এর ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। কারণ আসছে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে সাইমন-মাহি অভিনীত ‘জান্নাত’ ছবি।
বিষয়টি এ অভিনেতা জানালেন গতকাল ২৮ জুলাই ছবিটির মুক্তি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।  
সাইমন বললেন, ‘‘২০১২ সাল থেকে এখন পর্যন্ত আমার ১৮টি ছবি মুক্তি পেয়েছে। কাকতালীয়ভাবে ঈদে কখনোই আমার ছবি মুক্তি পায়নি। ‘জান্নাত’ আমার ১৯ নম্বর ছবি, আর এটি ঈদে মুক্তি পাচ্ছে। খুব ভালো লাগছে।’’
অনুষ্ঠানে মাহি বললেন, ‘‘আমার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’-এর মতো ‘জান্নাত’ও হিট করবে বলে বিশ্বাস করি। ‘জান্নাত’ এমন একটি সিনেমা, যা আমি শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে দেখতে চাই। যেমনটা আগে ঘটেনি। সিনেমাটি সুপারহিট হবে এটাই আমার প্রত্যাশা।’’
এটি সাইমন ও মাহি জুটির দ্বিতীয় ছবি। এর আগে তারা হিট ছবি ‘পোড়ামন’-এ অভিনয় করেছিলেন।
রাজধানীর মগবাজারের এক রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সাইমন সাদিক ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক, চিত্রনায়িকা শাবনূর, মাহিয়া মাহি, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, কণ্ঠশিল্পী কোনালসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।
এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ।