ঈদ ‘পরিবর্তন’: গুরু-শিষ্যদের মেলবন্ধন

99c0182b4e0598897078959f8e006b90-5b718eba8088cবিটিভির জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর ঈদ আয়োজনে থাকছে ১৭টি বিশেষ পরিবেশনা। যার সবক’টি ঈদকে কেন্দ্র করে। শুধু তাই নয়, এবারের আয়োজনের মূল চমক হয়ে থাকবে সংগীতের গুরু-শিষ্যদের মেলবন্ধনে পরিবেশিত একাধিক গান।
এটি প্রচার হবে ঈদের পরদিন (২৩ আগস্ট) রাত ১০টার ইংরেজি সংবাদের পর। জানান এর নির্মাতা-উপস্থাপক আনজাম মাসুদ।
তিনি আরও জানান, এবার থাকছে ৩টি বিশেষ গান। প্রতিটি গানেই দর্শকরা পাবেন ভিন্নতা। এরমধ্যে অন্যতম হলো কুমার বিশ্বজিৎ তার তিন শিষ্য কিশোর, মাহাদী ও রাজীবকে নিয়ে গাইবেন ৩টি পুরানো গানের অংশবিশেষ।
20180811_220516জাহিদ বাশার পংকজের নতুন সংগীতায়োজনে জনপ্রিয় দুই লালনকন্যা বিউটি ও সালমা তাদের গুরু বাউল শফি মণ্ডলকে নিয়ে গাইবেন লালন সাঁইজির বহুল শ্রোতাপ্রিয় একটি গান। অন্যদিকে ‘আমার মনও না চায়’ শিরোনামের প্রচলিত গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন সুজন আরিফ। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন কর্ণিয়া, ঝিলিক, সিঁথি সাহা, বেলাল খান, এফ এ সুমন ও সুজন আরিফ।
হারানো দিনের বাংলা চলচ্চিত্রের তিনটি জনপ্রিয় গানের অংশবিশেষের সমন্বয়ে করা কম্পোজিশনের সাথে লিখন রায়ের পরিচালনায় নৃত্যকথার নৃত্যশিল্পীদের নিয়ে পরিবেশন করবেন নৃত্যজুটি লিখন-নাদিয়া। থাকছে আরেকটি নাচ। আবু নাঈমের পরিচালনায় ক্লাসিকাল ঘরানার নৃত্যটি নাঈম ড্যান্স কোম্পানির সহশিল্পীদের নিয়ে পরিবেশন করবেন অভিনেত্রী চাঁদনী।
20180817_135748এছাড়াও থাকছে ‘পরিবর্তন’-এর নিয়মিত পর্বগুলোর বিশেষ আয়োজন।
সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তন’র পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।