জয়ের তুখোড় প্রশ্নের মুখে এবার পরীমনি

অনুষ্ঠানে জয় ও পরীমনিউপস্থাপক-অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের তুমুল আলোচিত অনুষ্ঠান ‌‘সেন্স অব হিউমার’। এ আয়োজনে এসেছেন কিন্তু বিতর্কিত প্রশ্নের জড়াননি এমন ঘটনা নেই বললেই চলে।

এতে উপস্থাপক জয়ের তুখোড় সব প্রশ্নে বুদ্ধিদীপ্ত উত্তর দেন অতিথিরা। অনেক সময় সমালোচিত কথায় ফেঁসেও যান তারা। এবার আলোচিত এ অনুষ্ঠানে হাজির হচ্ছেন চিত্রনায়িকা পরীমনি।
এটিএন বাংলার ঈদ আয়োজনের শেষ দিন অর্থাৎ আগামীকাল রাত সাড়ে ১০টায় এটি দেখানো হবে।
এটিএন বাংলা জানায়, অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্বদের নিয়ে খোলামেলা আলাপ হয়ে থাকে। কোনও প্রকার জড়তা ছাড়াই অতিথিরা কথা বলে যান।
পাশাপাশি তাদের প্রিয় সিনেমা, শর্টফিল্ম, গান, এমনকি বিশ্বের অজানা অচেনা অনেক তথ্য গল্পের ফাঁকে ফাঁকে দর্শকদের দেখানো হয়।
এর মধ্যেই জয় তারকাকে নিয়ে নানা বিতর্কিত ও আলোচনার বিষয়গুলো তুলে ধরেন। তাই অনুষ্ঠানের এ পর্বে টিভি দর্শকরা জানতে পারবেন নায়িকা পরীমনির জানা-অজানা সব তথ্য।