শুরু হলো নায়ক মান্নার ‘কৃতাঞ্জলী’র কাজ

জ্যাম ছবিতে সুব্রতনায়ক মান্নার মৃত্যুর পর দীর্ঘ ১০ বছর বন্ধ ছিল তার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী চলচ্চিত্র। অবশেষে ‘জ্যাম’ ছবির শুটিংয়ের মাধ্যমে এটির কার্যক্রম আবার শুরু হলো।

চলতি সপ্তাহ থেকে পূবাইলে এর দৃশ্যধারণ শুরু হয়েছে বলে জানালেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার (১২ নভেম্বর) পূবাইলে কাজ শুরু হয়েছে। আজকেই এটি শেষ হবে। এরপর আবার বিরতি।’

তিনি আরও বলেন, ‘শুটিং অংশ নিয়েছিলেন অভিনেতা সুব্রত দা। এতে কয়েকজন শিশুও অংশ নিয়েছিল। ডিসেম্বরের ১ তারিখ থেকে আবারও চলচ্চিত্রটির কাজ শুরু হবে।’

ছবির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন শুভ ও পূর্ণিমা। ফেরদৌস আছেন অতিথি চরিত্রে। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্র করেছেন ঋতুপর্ণা।
‘জ্যাম’-এর মূল ভাবনা বরেণ্য সাংবাদিক আহমদ জামান চৌধুরীর। কাহিনি বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার।