যা কিছু প্রিয় রুনা লায়লার

রুনা লায়লা। ছবি- সাজ্জাদ হোসেনটানা পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানে গানে উপমহাদেশ মাতিয়ে রেখেছেন রুনা লায়লা। বাংলা, উর্দু, হিন্দি, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, বালুচ, ফারসি, আরবি, স্প্যানিশ, ফরাসি কিংবা ইংরেজি, এমন অনেক ভাষার গান পাওয়া গেছে তার কণ্ঠে। আজ (১৭ নভেম্বর) এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকার ৬৬তম জন্মদিন।
‘গোয়িং টু মাই সেকেন্ড হোম, কলকাতা টু সেলিব্রেট মাই বার্থডে’, গতকাল নিজের ফেসবুকে এমনটাই লিখেছিলেন তিনি। জানান, এবারের জন্মদিনে তার স্বামী বরেণ্য চিত্রনায়ক আলমগীর তাকে ট্রিট দিচ্ছেন।আলমগীর ও রুনা লায়লা
তাই তারা এখন কলকাতায়। সেখানেই চলছে এবারের জন্মদিনের পারিবারিক আয়োজন।

জন্মদিন উপলক্ষে এ শিল্পীর প্রিয় কিছু বিষয় তুলে ধরা হলো- 

রুনা লায়লার যা কিছু প্রিয়:

প্রিয় সুরকার: সুবল দাস, আলাউদ্দিন আলী, আলম খান
প্রিয় গায়ক-গায়িকা: সুবীর নন্দী ও সাবিনা ইয়াসমিন
প্রিয় স্টাইলিশ গায়িকা: ইরানি গায়িকা গগশ খানম
নিজের গাওয়া প্রিয় গান: যখন আমি থাকবো নাকো
নিজের গাওয়া গান যাদের ঠোঁটে বেশি পছন্দ: পাকিস্তানের রানী, শবনম, এ দেশের শাবানা, ববিতা
যে গানের অনুরোধ বেশি আসে: দমাদম মাস্ত কালান্দার
প্রিয় ছবি: মহানগর (বাংলা), শিন্ডলার্স লিস্ট (ইংরেজি)
গানের ভিডিও: 


একনজরে রুনা লায়লা:

জন্মদিন: ১৭ নভেম্বর ১৯৫২
জন্মস্থান: সিলেট
স্বামী: চিত্রনায়ক আলমগীর
বাবা: এমদাদ আলী
মা: আমিনা লায়লা
ভাই-বোন: দুই বোন এক ভাই (বোন- দীনা লায়লা, ভাই- সৈয়দ আলী মুরাদ)
উচ্চাঙ্গ সংগীতে দীক্ষা: ওস্তাদ হাবিব উদ্দিন খান ও আবদুল কাদের পিয়ারাং
গজলে দীক্ষা: পণ্ডিত গোলাম কাদির (মেহেদী হাসানের ভাই)
দর্শকের সামনে প্রথম গান: ৬ বছর বয়সে
গানে প্রথম পুরস্কার: ৯ বছর বয়সে
প্রথম প্লেব্যাক: পাকিস্তানি চলচ্চিত্র ‘জুগনু’তে (বয়স সাড়ে ১১)
বিভিন্ন ভাষায় গান: ১৮টি
এখন পর্যন্ত গানের সংখ্যা: প্রায় ১০ হাজার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সর্বোচ্চ ৭বার