সরিয়ে নেওয়া হলো ‌‘হাজীর বিরিয়ানি’

গানের দুটি দৃশ্যে সিয়াম ও তার সহশিল্পীরানানা বিতর্কের পর এবার ‘দহন’-ছবির ‘হাজীর বিরিয়ানি’ গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
গানটির কথা ও ভিডিও অশালীন বলে প্রশ্ন তোলেন দেশের বেশিরভাগ নন্দিত গীতিকার, সুরকার ও শিল্পীরা। এ নিয়ে মন্ত্রণালয় পর্যন্ত অভিযোগ গড়ায়। এরপর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে গানটি সরিয়ে নিতে চিঠি পাঠানো হয় প্রযোজনা প্রতিষ্ঠান বরাবর। তাই ‘হাজীর বিরিয়ানি’ গানটি ২২ নভেম্বর সরিয়ে নেওয়া হয়েছে ইউটিউব থেকে।
এর পরিবর্তে নতুন কথার গান আপলোডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ছবির পরিচালক রায়হান রাফী।
গানটির বিতর্কিত কথা ছিল এমন- ‘মালে ঢাল পানি, গাঁজা দেরে টানি, চড়বে নেশা জমবে খেল থাকলে আমদানি… মাতাল হয়ে হিসু করব দেয়ালে, শালা যা হবে দেখা যাবে কাল সকালে’’। মূলত ‘হিসু করবো দেয়ালে’ কথাটি তুমুল সমালোচিত হয়।
তাই হিসু শব্দটিতে পরিবর্তন এনে নতুন বাক্য লেখা হয়েছে এমন- ‘ঢলে পড়ব দেয়ালে’।
রায়হান রাফী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহত্তর স্বার্থেই গানের কথা পরিবর্তন করা হচ্ছে। আমরা অযথা মনোমালিন্য চাই না। তাই এর কথাতে পরিবর্তন আনা হয়েছে। এটি শিগগিরই আপলোড করা হবে।’
ঠিক একই ধরনের ঘটনা এর আগেও দেখা গিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠানের ‘আল্লাহ মেহেরবান’ গানটির ক্ষেত্রে। বিতর্কিত কথা ও উপস্থাপনার জন্য নুসরাত-জিতের অভিনীত ‘বস-টু’ ছবির এ গানটি তুমুল সমালোচিত হয়। তখন গানটি সংশোধন করে ‘ইয়ারা মেহেরবান’ শব্দ দুটি বসানো হয়।  
সিয়াম ও পূজার সঙ্গে রায়হান রাফীএদিকে ‘দহন’ চলচ্চিত্রটির গল্প নিয়ে অভিযোগ তুলেছেন মূকাভিনেতা নিথর মাহবুব। তিনি জানান, একই ধরনের গল্প নিয়ে ২০১৫ সালে তিনি একটি প্রযোজনা তৈরি করেন। যার নাম ‘ইউটার্ন’।

রাজনৈতিক সহিংসতা ও পেট্রলবোমা হামলাকে কেন্দ্র করে প্রযোজনাটি মঞ্চে আনলে অনেক প্রশংসিত হয়। এর গল্পে প্রেমিকার বাসেই ভুলে সহিংসতাকারী আগুন ধরিয়ে দেয়। যা একইভাবে দেখা গেছে, ‌‘দহন’ ছবির ট্রেলারে।
আর মাইম আর্টের ঐ প্রযোজনার শেষটা হয়, নিদের্শকারী লিডারের গায়ে আগুন ধরিয়ে এবং নায়ক ও তার সহযোগীরা হিসু করে তা নেভানোর মধ্য দিয়ে।
এদিকে ‘দহন’ ছবিতেও আছে ‘হিসু’ বিতর্ক।
বিষয়টি নিয়ে রায়হান রাফী বলেন, ‘আমরা যে গল্প বলেছি, তা একটি বাস্তব ঘটনা। এটি আমরা সবাই নিজের চোখে দেখেছি। তাই অনেক কিছু মিলে যাবেই। ধরুন, বিডিআর বিদ্রোহ নিয়ে যদি ৫টি চলচ্চিত্র হয়, তাহলে গল্পের থিম কিন্তু একই থাকবে। তবে তিনি (নিথর মাহবুব) যে সমাপ্তির কথা বলেছেন, আমার চলচ্চিত্রে এমনটা নেই। বা এ ধরনের কোনও দৃশ্যও নেই। এটাই আশার কথা।’
‘দহন’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। সাংবাদিক হিসেবে দেখা যাবে জাকিয়া বারী মমকে। দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্যে পরিচালনায় আছেন রায়হান রাফী। সন্ত্রাস ও মাদকবিরোধী কাহিনি নিয়ে ছবির গল্প।
ছবিটি মুক্তি পাচ্ছে ৩০ নভেম্বর।মঞ্চে নিথর মাহবুব