সুরকার ফাহমিদার গানে ভাই পঞ্চম

পঞ্চম ও ফাহমিদা ১৬ ডিসেম্বর কিংবদন্তি সংগীতশিল্পী মাহমুদুন্নবীর জন্মদিন। এ দিনটি উপলক্ষে তার সন্তানরা অন্যরকম একটা উদ্যোগ নিয়েছিলেন। মেয়ে ফাহমিদা নবী ও ছেলে পঞ্চম বাবা উৎসর্গ করে গান তৈরি করেছেন।
মজার বিষয় হচ্ছে, গানটিতে সুর করেছেন ফাহমিদা নবী আর গেয়েছেন পঞ্চম। এর কথাগুলো এমন- ‘যখনই দেখেছি, বাংলার মুখ, উপমা দেব কি আর/ যত দূর আঁখি, শুধু চেয়ে থাকি/ সবুজের সমাহার’। এটি লিখেছেন গোলাম রাব্বানী।
ফাহমিদা নবী বলেন, ‘বিজয় দিবসে আমার বাবা মাহমুদুন্নবীর জন্মদিন। এর আগের দিন আমরা দুই ভাই-বোন মিলে একটি দেশের গান গাইলাম। মূলত বাবাকে উৎসর্গ করেই এটি তৈরি করেছি। তবে গান তৈরিতে ব্যতিক্রম ঘটনা ঘটেছে। সাধারণত পঞ্চমই সুর করে আর আমি গাই। তবে এবার আমি সুর করলাম আর সে গাইল। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
ফাহমিদার সুরে এর আগে গেয়েছিলেন বোন সামিনা চৌধুরী। ‘ও আমার জন্মভূমি’ নামের সেই গানটির কথা লিখেছেন রানা মাসুদ আর সংগীতায়োজন করেছেন বর্ণ চক্রবর্তী। গানগুলো ফাহমিদার নতুন অ্যালবামের জন্য তৈরি করা হচ্ছে।