১০ সংগীতশিল্পীর যুগপূর্তি উৎসব

ওপরের সারিতে সালমা, মুহিন, নিশিতা, কিশোর ও পলাশ। নিচের সারিতে পুতুল, সাব্বির, রন্টি, বাঁধন ও পুলক২০০৬ সালে অনুষ্ঠিত হয়েছিল সংগীত বিষয়ক প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ানের দ্বিতীয় আসর। সে মৌসুমের সেরা দশে ছিলেন সালমা, মুহিন, নিশিতা, রন্টি দাস, কিশোর, পলাশ, পুতুল, সাব্বির, বাঁধন ও পুলক।
এরা প্রত্যেকেই গেল একযুগ ধরে নিজেদের জড়িয়ে রেখেছেন বাংলা সংগীতের সঙ্গে।
আগামী ২৯ ডিসেম্বর গানের এই তরুণ তুর্কিরা পূর্ণ করছেন এক যুগের পথচলা। আর এটি উদযাপনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তারা। প্রকাশ করতে যাচ্ছেন তাদের মিশ্র অ্যালবাম ‘ভালোবাসার এক যুগ’।
এতে ১০ জন শিল্পী গাইছেন ১০টি গান। সঙ্গে থাকছে সম্মিলিত কণ্ঠে একটি দেশের গান। সব গানের সুর করেছেন মুহিন আর লিখেছেন জামাল হোসেন।
এগুলো সংগীতায়োজনে আছেন মুহিন, সাব্বির ও বিনোদ রায়।
বিষয়টি নিয়ে মুহিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর সংগীতাঙ্গনে আমাদের একযুগ পূর্ণ হচ্ছে। ইচ্ছে ছিল ওই দিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে অ্যালবামটি প্রকাশ করার। কিন্তু নির্বাচনের কারণে আমরা অ্যালবামটি জানুয়ারিতে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘একই মঞ্চ থেকে নেমে আমরা যে এখনও একসঙ্গেই আছি, এ অ্যালবামটি সেই ভালোবাসার প্রতীক। মূলত একটা দুইটা করে আমি গান করছিলাম। এরপর গীতিকার জামাল ভাই এমন উদ্যোগ নেওয়ার কথা বলেন। তিনি প্রায় ৫০টি গান আমাদের দেন। সেখান থেকে ১১টি গান চূড়ান্ত করা হয়েছে।’
গানের কাজগুলো হচ্ছে সাব্বিরের স্টুডিওতে। এরমধ্যে মুহিন, নিশিতা, পুতুল, সাব্বিরের গানের কাজ শেষ হয়েছে। অ্যালবামে থাকা ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ শিরোনামে একটি দেশের গানে তারা সবাই কণ্ঠ দিয়েছেন।
অ্যালবামটি রঙ্গন মিউজিক মঞ্চ থেকে প্রকাশ হবে।
এদিকে একই উপলক্ষে এই প্রতিযোগিতার অন্যতম মুখ কিশোর সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন একটি ম্যাশআপ ভিডিও। ভিডিওটি প্রসঙ্গে কিশোর বলেন, ‌‘‘এই ডিসেম্বরেই পূর্ণ হচ্ছে ‘ক্লোজআপ ওয়ান-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এ আমার অংশগ্রহণের ১২ বছর। এই একযুগে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু বদলায়নি স্মৃতিগুলো। এই আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে আমাদের এই অসাধারণ মঞ্চ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আর এই ১২ বছর উদযাপনের অংশ হিসেবে প্রতিযোগিতার মঞ্চে গাওয়া গানগুলোকে নতুনভাবে ম্যাশআপ করেছি। আমার এই ক্ষুদ্র প্রয়াস আশা করি আপনাদের ভালো লাগবে।’’

কিশোরের ম্যাশআপ: