‘গুড্ডুবুড়া’কে নিয়ে বিপাকে রওনক-মিলি

একটি দৃশ্যে দুই সন্তানকে নিয়ে রওনক-মিলিগুড্ডুবুড়ার বয়স মাত্র ৮ বছর। তাকে নিয়ে মা-বাবা আছেন মহাচিন্তায়। কারণ, সে ঠিকমতো খায় না। তাই তার বুদ্ধিও হয় না। আবার যখন খায়, তখন সে বুদ্ধিমান হয়ে ওঠে! তখন মাথা খাটিয়ে সে অনেক মজার মজার কাজ করে।
ছোট্ট এই ছেলেটির চমৎকার সব বুদ্ধিমত্তার গল্প নিয়েই নির্মিত হলো নাটক ‘গুড্ডুবুড়া’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন কাওসার বিন মামুন। গুড্ডুর বাবার চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান আর মায়ের চরিত্রে ফারহানা মিলি। আর গুড্ডুর ছোট বোনের চরিত্রে আছে তাসফিয়া আনান রুপন্তি।
ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ আরও চরিত্রে অভিনয় করেছেন ফকরুল ইসলাম, সোনিয়া হাসান, পাভেল ইসলামসহ অনেকে।
অভিনেতা রওনক হাসান জানান, বিশেষ এই শিশুতোষ ধারাবাহিকের পর্ব সংখ্যা ২৬। যার শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। আনিসুল হকের রচনায় এটি নির্মাণ করেছেন মো. তোফায়েল সরকার।

১৯ এপ্রিল থেকে প্রতি শুক্র ও শনিবার রাত সাড়ে ৮টায় নাটকটি নিয়মিত প্রচার হবে দুরন্ত টিভিতে।