হরিশংকর জলদাসের ‘জলপুত্র’ উপন্যাস থেকে ধারাবাহিক

‘জলপুত্র’ নাটকে নাদিয়া খানম ও রওনক হাসানজল ও স্থলে প্রতিনিয়ত বিরূপ পরিবেশে সংগ্রাম করে টিকে থাকতে হয় জেলেদের। তাদের বলা হয় জলপুত্র। তারা প্রান্তিক সমাজের বাসিন্দা। হরিশংকর জলদাসের ‘জলপুত্র’ উপন্যাসে রয়েছে জেলে জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, মান-অভিমান, প্রেম-ভালোবাসার কথা।

জনপ্রিয় এই সাহিত্য নিয়ে তৈরি হলো ধারাবাহিক। এর নামও ‘জলপুত্র’। এতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার, রওনক হাসান, রুনা খান, নাদিয়া খানম, মুনিরা মিঠু, আহসানুল হক মিনু, মাহমুদুল ইসলাম মিঠু।

ধারাবাহিকটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। তিনি বলেন, ‘জেলে সমাজের বেঁচে থাকার সংগ্রাম ও অন্তর্দ্বন্দ্ব এতে প্রকাশিত হয়েছে। প্রান্তিক সমাজের দরিদ্র মানুষের প্রাত্যহিক জীবনের চাওয়া পাওয়াই জলপুত্র।’

নাটকের চিত্রনাট্য তৈরি করেছেন মহি মুহাম্মদ। দীপ্ত টিভিতে রবিবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটে নতুন ধারাবাহিকটির প্রচার শুরু হতে যাচ্ছে।