এবার বিদেশ যাচ্ছে ‘যদি একদিন’

যদি একদিন৮ মার্চ দেশের পর্দায় মুক্তি পেয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছবি ‘যদি একদিন’। তাহসান খান-শ্রাবন্তী অভিনীত প্রশংসিত এ চলচ্চিত্রটি এবার যাচ্ছে দেশের বাইরে। অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকায় দেখা যাবে ছবিটি।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রাজ।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ২২ মার্চ কানাডায়, ৩১ মার্চ অস্ট্রেলিয়ায় এবং এপ্রিলের প্রথম সপ্তাহে আমেরিকায় ছবিটি মুক্তি পাচ্ছে। কানাডায় ছবিটি পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো, আমেরিকায় রাজ হামিদ এবং অস্ট্রেলিয়াতে তানিম আল মানাম ছবিটি পরিবেশনা করছেন। এছাড়াও আগামী মাসে ফ্রান্স ও আয়ারল্যান্ডেও ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে।’
৮ মার্চ ছবিটি মুক্তির পাওয়ার পর থেকেই দর্শক-সমালোচক প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্টরা। এতে তাহসান-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুজাত শিমুল, আনন্দ খালেদ, রানী আহাদসহ অনেকে।
এর চিত্রনাট্য করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিটি প্রযোজনায় আছে বেঙ্গল মাল্টিমিডিয়া।