একই মঞ্চে গাইবেন তারা

জেমস, মোনালি, অনুপম ও সুমি (চিরকুট)একই মঞ্চ শেয়ার করবেন দুই বাংলার সেরা সংগীত তারকাদের কয়েকজন। তাও আবার সেটি হবে ঢাকায়।
‘সিগনেচার অব রিদম’ শীর্ষক বড়মাপের এই কনসার্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের জেমস, ব্যান্ড চিরকুট আর তাসনিম আনিকা। অন্যদিকে কলকাতার শিল্পীদের মধ্যে থাকছেন সুরজিৎ অ্যান্ড ফ্রেন্ডস, মোনালি ঠাকুর ও অনুপম রায়।   
দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের নিয়ে এই মেগা কনসার্টের উদ্দেশ্য, যুব সমাজকে সুস্থ সংস্কৃতি চর্চায় অনুপ্রাণিত করা। কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে।

কনসার্টের আয়োজন করছে অ্যাডভারটাইজিং এজেন্সি এসকিউ মারকম লি.।
আয়োজনটি প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ রনি বলেন, ‘এটি মূলত বাণিজ্যিক কনসার্ট। তবে উদ্দেশ্য যুব সমাজের মাঝে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটানো, তারা যেন মাদকাসক্ত না হয়।’
আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কনসার্ট শুরু হবে ২২ মার্চ সন্ধ্যা ৬টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। পুরো আয়োজনে উপস্থাপনায় থাকছেন নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা।