‘মিশন এক্সট্রিম’-এ বলিউড নায়িকা

‘মিশন এক্সট্রিম’ এর পোস্টার (বামে), সাদিয়া আন্দালিব নাবিলা (ডানে)‘পারেশান পারিন্দা’ দিয়ে বলিউডে যাত্রা করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক সাদিয়া আন্দালিব নাবিলা।
এবার তিনি অভিনয় করছেন দেশীয় ছবি ‘মিশন এক্সট্রিম’-এ। ছবির প্রধান দুই নায়িকার একজন তিনি। অপরজন হলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮ জান্নাতুল ফেরদৌস ঐশী।
সাদিয়ার অভিনয়ের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ‘মিশন এক্সট্রিম’-এর নির্মাণ কর্তারা। ছবির শুটিংয়ে অংশ নিতে গত ১০ মার্চ বাংলাদেশেও এসেছেন সাদিয়া।
সাদিয়া আন্দালিব নাবিলা বলেন, ‘এ ছবিতে অভিনয়ের বিষয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল। দেশে ফিরে বিষয়টি চূড়ান্ত করেছি। মনের মতো একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। আশা করি দারুণ কিছু হবে।’
ছবিতে তিনি একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন।
ছবির প্রধান চার চরিত্রের মধ্যে সাদিয়া ছাড়া অন্যরা হলেন আরিফিন শুভ, সুমিত সেনগুপ্ত ও ঐশী।
‘মিশন এক্সট্রিম’ পরিচালনা করতে যাচ্ছেন যৌথভাবে ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। দীপঙ্কর দীপনের পরিচালনায় সুপারহিট ছবি ‘ঢাকা অ্যাটাক’-এর প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফয়সাল আহমেদ। আর একই ছবির চিত্রনাট্য ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ারের।
ছবির প্রথম পোস্টার উন্মোচন অনুষ্ঠানে সংশ্লিষ্টরাফয়সাল আহমেদকে নিয়ে যিনি এবার চিত্রনাট্যের পাশাপাশি নাম লেখাচ্ছেন পরিচালনায়ও।  
এদিকে গতকাল (১২ মার্চ) ছবিটির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে যুদ্ধরত দুটি হেলিকপ্টারের দৃশ্য দেখা যায়।
‘ঢাকা অ্যাটাক’ ছিল দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার। ‘মিশন এক্সট্রিম’ হতে যাচ্ছে একই ঘরানার দ্বিতীয় ছবি।
আগামী ২০ মার্চ থেকে ছবির দৃশ্যধারণ শুরু হবে। এটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন।